Header Ads

What is Turbo Boost?

টার্বো বুস্ট কি?

টার্বো বুস্ট হল ইন্টেলের একটি ট্রেড নাম যেটি ইন্টেলের নিজস্ব একটি টেকনোলজি । টার্বো বুস্ট টেকনোলজি কিছু বিশেষ সময় এনেবল হয় এবং প্রসেসরের অপারেটিং ফ্রিকোইন্সি বাড়িয়ে দেয় । মনে করুন, আপনার প্রসেসরের ফ্রিকোইন্সি হল ২.৬০ গিগাহার্জ । কিন্তু আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে এমন কোন অ্যাপ্লিকেশান চলছে যেটির বেস ফ্রিকোইন্সির তুলনায় আরও বেশি ফ্রিকোইন্সির প্রয়োজন । তখন অটোমেটিকেলই টার্বো বুস্ট সচল হবে এবং বেস ফ্রিকোইন্সির থেকে আরও বেশি ফ্রিকোইন্সি উৎপাদন করবে । তবে টার্বো বুস্ট সবসময় সচল থাকবে না । শুধুমাত্র প্রয়জনের সময় এটি সচল হবে । 
                                                             

সকল প্রসেসর টার্বো বুস্ট সমর্থন করে না । কিছু কিছু প্রসেসরকে ম্যানুয়ালই অভারক্লকিং করে ফ্রিকোইন্সি বাড়াতে হয় । তবে টার্বো বুস্ট সমর্থিত প্রসেসরগুলো অটমেটিকেলই ফ্রিকোইন্সি বাড়িয়ে নেয় । টার্বো বুস্ট এর কারনে প্রসেসরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় । ২০০৮ সাল থেকে নির্মিত core i5, core i7, core i9 ও xeon সিরিজের প্রসেসরের সাথে টার্বো বুস্ট টেকনোলজি যুক্ত থাকে ।                                     




প্রকাশিত ০২/০১/২০১৯  ১০ঃ৩৭ পি.এম





No comments

Powered by Blogger.