Header Ads

Is iPhone 9 Can Back in Budget Beast Game?

অ্যাপেল কি পারবে iPhone 9 দিয়ে বাজেট বিস্ট কম্পিটিশনে টিকে থাকতে? 


"অ্যাপেল"...... কথাটির নাম শুনলেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে চমৎকার ডিজাইন, ভালো পারফরমেন্স, ভালো বিল্ড কোয়ালিটি, ঝকঝকে ক্যামেরা । মোদ্দাকথায় বলতে গেলে একটি "অল ইন ওয়ান" ফোন । যদিও অতিমাত্রায় দামের কারনে ফোনগুলি ক্রেতাসাধারনের পকেটে খুব একটা সহজে ঠাই হচ্ছে নাহ, যদিও এর মূল কারন রিসার্চে ও ব্র্যান্ডিং এ প্রচুর টাকা খরচ করা। যেহেতু কম বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো যখন খুব ভালো ফেসিলিটিস দিচ্ছে সেহেতু মানুষ অ্যাপেল ত্যাগ করে অনন্যা ব্র্যান্ডের ফোন কিনতে বেশি আকৃষ্ট হচ্ছে । 



তাই অ্যাপেল বাজেট সিরিজের একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে যার দাম হতে পারে ৩৯৯$। iPhone 9 অথবা iPhone SE 2  নামের ফোনটিতে যা যা থাকতে পারেঃ 

ডিসপ্লেঃ     OLED  4.7 inch, (750 x 1334 pixels), 326 ppi 
প্রসেসরঃ    Apple A13 Bionic (Same as iPhone 11)
রেমঃ           3 GB
স্টোরেজঃ  64 GB
ক্যামেরাঃ   12 MP Rear Camera, 7 MP Front Camera
ব্যাটারিঃ      1960 mAh


*উপরোক্ত তথ্যগুলি ১০০% সত্যি নাও হতে পারে, কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে!

No comments

Powered by Blogger.