How to stop windows 10 update?
কিভাবে উইন্ডোজ ১০ এর আপডেট বন্ধ করবেন ?
আপডেট যেমন উইন্ডোজকে একদিকে দ্রুত ও বাগ মুক্ত করে অন্যদিকে অতি বড় সাইজের আপডেট উইন্ডোজের প্রোগ্রাম ফাইল তথা ' C ' ফাইলের অনেক জায়গা দখল করে নেয় । ইউজারদের মতে ' C ' ফাইলটিকে এটির সম্পূর্ণ সাইজের মধ্যে ২০ ভাগ জায়গা খালি থাকতে হবে । তা না হলে কম্পিউটার স্লো ও বুট হতে অনেক সময় নিবে । তাই অনেক ইউজার উইন্ডোজ আপডেট বন্ধ রাখেন । চলুন দেখে আসি কিভাবে উইন্ডোজ ১০ এর আপডেট বন্ধ করবেন
Easy step :
১ । প্রথমে কীবোর্ডের উইন্ডোজ বাটনে চাপুন এবং cortana এ windows update setting লিখে সার্চ করুন । লিস্টে windows update setting পপ-আপ হলে ক্লিক করুন ।
২ । ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন আসবে
৩ । এখন সবচেয়ে নিচে Advanced options এ ক্লিক করুন
৪। এবার নিচের মতো অপশন আসবে
৬। এভাবেই আপডেট বন্ধ করতে পারবেন ।
Advanced step : আসবে শীঘ্রই.........
প্রকাশিত ০৩/০১/২০১৯ ১২ঃ২৩ পি.এম
প্রকাশিত ০৩/০১/২০১৯ ১২ঃ২৩ পি.এম
No comments