Header Ads

How to use dock like macOS in windows?

উইন্ডোজে কিভাবে ম্যাকের মতো dock ব্যাবহার করবেন?

অনেকেই আছে যারা ম্যাকের মতো ডক ব্যাবহার করতে চায় কিন্তু মনমত ডকটি খুজে পায় না । তাই আজকে আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যেটি দিয়ে আপনি ম্যাক ডকের মতো প্রায় হুবহু ডক উইন্ডোজে ব্যাবহার করতে পারবেন । 


 
সফটওয়ারটির নাম হল Rocket Dock । 
সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্ক ঃ https://punklabs.com

সফটওয়ারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন । 
                                 

এবার আপনার ডকটিকে ম্যাকের মতো করার জন্য কিছু স্টাইল বা থিমের প্রয়োজন পরবে ।

MacOS style: https://drive.google.com/open?id=1GMW4SnOJJWngS2vHJNp_3ePq8jj-o38P
OSX style: www.deviantart.com/peterrollar/art/OSX-Yosemite-for-Rocketdock-482123432

এবার ফাইলটিকে ডাউনলোড করে ( জিপ ফাইল থাকলে আনজিপ করে নিবেন ) ইন্সটোলেশন ফোল্ডারের Skin ফোল্ডারে রেখে দিন ।  C:\Program Files (x86)\RocketDock\Skins



এবার Dock setting এ গিয়ে style অপশনটি সিলেক্ট করুন তারপর theme এ গিয়ে সেই থিম ( ex: mac osx leopard ) সিলেক্ট করুন । তারপর আপনার মন মতো customization 
করুন 
                                     
                                             

ডকটি দেখতে অনেকটা নিচের ছবির মতো হবে ।
                                                 
                                                     




প্রকাশিত ০৩/০১/২০১৯  ০৯ঃ৩৭ এ.এম




No comments

Powered by Blogger.