Header Ads

How to make the computer faster?

কিভাবে কম্পিউটার দ্রুত করবেন?

কম্পিউটার দ্রুত করবার জন্য কিছু টেকনিক রয়েছে । তবে তার মধ্যে কিছু কথা না বললেই নয় । কম্পিউটার দ্রুত করবার জন্য আপনার SSD এর প্রয়োজন পরবে । কারন HDD ( Hard disk drive ) এর তুলনায় SSD ( Solid state drive ) অনেক দ্রুত যেটি Gb/s হারে ডাটা ট্রান্সফার করতে পারে । তাই SSD কে ' C ' ড্রাইভ হিসেবে ব্যবহার করলে উইন্ডোজ খুব দ্রুত বুট হয় ও যেকোনো অ্যাপ্লিকেশান দ্রুত লাঞ্চ করা যায় । তাছাড়া  ' C ' ড্রাইভে কমপক্ষে শতকরা ২০ ভাগ জায়গা ফাঁকা থাকা উচিত ।

চলুন কম্পিউটার দ্রুত করার কিছু ট্রিক্স দেখে আসি

১ । Ctrl+shift+esc প্রেস করে task manager ওপেন করে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলি end task করে বন্ধ করে দিন । পাশাপাশি startup এ গিয়ে যেসব অ্যাপ্লিকেশানগুলি startup এ বেশি impact ফেলে সেগুলি disable করে দিন । 
                                                         

২ । কীবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করে ' run ' লিখে সার্চ করি । তারপর run এর open বক্সে ' prefetch ' লিখে সার্চ করুন । তারপর সকল run ফাইল গুলো ডিলিট করে দিন 
                                                       



৩ । একইভাবে 
run এর open বক্সে ' %temp% ' লিখে সার্চ করুন । তারপর সকল run ফাইল গুলো ডিলিট করে দিন । 

                                           
  

৪ । আসবে শীঘ্রই......



প্রকাশিত ০৩/০১/২০১৯  ১০ঃ০১ এ.এম



   

No comments

Powered by Blogger.