Header Ads

LG V60 ThinQ 5G Flagship Phone Coming in March

কি কি থাকছে LG V60 ThinQ 5G ফোনে?


LG মার্চ মাসে তাদের নতুন ফ্লেগশিপ ফোন LG V60 ThinQ 5G লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনে থাকবে লেটেস্ট সব টেকনলজি ও ফিচার! 
ফোনটিতে থাকবে ৫০০০ mAh এর একটি বিশাল ব্যাটারি ।
৬.৮ ইঞ্চির OLED প্রযুক্তির স্ক্রিন থাকবে ফোনটিতে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে Snapdragon 865 ।
বেস ভেরিয়েন্টে রেম থাকবে ৮ জিবি।
পঞ্চম প্রজন্ম (৫জি) সম্বলিত থাকবে।
ফোনটির পিছনে থাকবে ২ টি ক্যামেরা ও একটি Time of Flight (TOF) সেন্সর। মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের ও আরেকটি ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেল যেটি Wide Angle এর কাজ করবে। 
পিছনের ক্যামেরা দিয়ে 8K ভিডিও রেকর্ড করা যাবে।



No comments

Powered by Blogger.