Header Ads

New Start Menu in Windows 10

উইন্ডোজ ১০ এর  "Start Menu" তে আসতে যাচ্ছে কিছু পরিবর্তন


ছোটখাটো পরিবর্তন দিয়ে সাজানো হচ্ছে নতুন Start Menu কে । এবারের Start Menu তে থাকবে না কোন Live Tiles । অর্থাৎ Tiles গুলি কখনও পরিবর্তন হবে না বা Flipping Tile, Animation থাকবে না । পাশাপাশি Start Menu থেকে Colored block এর সংখ্যা কমিয়ে ফেলা হবে ।  উইন্ডোজকে আগের থেকে আরও সহজ-সরল করার লক্ষ্যেই এমন পরিবর্তন আনা হচ্ছে।  

তবে Live Tiles একেবারেই বন্ধ হচ্ছে না । এ ব্যাপারে Windows Insider Team এর Senior Program Manager, "Brandon LeBlanc" বলেন, " Live Tiles একেবারেই চলে যাচ্ছে না, যারা Live Tiles পছন্দ করে তারা সেটি উপভোগ করতে পারবে"।




 

No comments

Powered by Blogger.