Header Ads

WhatsApp Getting Dark Mode Feature

হোয়াটসঅ্যাপে আসতে যাচ্ছে "Dark Mode" ফিচার

Photo Credit: Gadget.ndtv
 এখনকার সময়ে মোবাইলে ও অ্যাপলিকেশনে ''Dark Mode" ফিচারটি ইউজারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে । তাই ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপও তাদের নতুন আপডেটে নিয়ে আসছে "Dark Mode" ।

যদিও হোয়াটস অ্যাপ জানায় তাদের এই নতুন "Dark Mode" দেখতে পিউর ডার্ক না হলেও অনেকটা "Dark Grey" এর মত হবে । যেটা ইউজারদের চোখের অবসাদ থেকে বাঁচাবে, দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখের উপর stress বা চাপ পরবে না ।

Android 10 ও IOS 13 ইউজাররা ডিরেক্টলি "Dark Mode" উপভোগ করতে পারবে । কিন্তু পুরাতন ভার্শনের ইউজারদের "Dark Mode" অ্যাপলিকেশনের Theme preference থেকে এনাবল করতে হবে ।

No comments

Powered by Blogger.