Header Ads

OnePlus 8 Pro, Will It Be A Real Game Changer?

কেমন হবে এবারের "OnePlus 8 Pro"?

Photo Credit: Future

 ২০২০ সালকে ফ্ল্যাগশিপ ফোনের সাল হিসেবে ঘোষণা করলে অনেকটা ভুল হবে নাহ । কেননা এই বছরেই লঞ্চ হয়েছ বা হতে যাচ্ছে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন । যেমন ধরুন Samsung S20 series, Xiaomi mi 10 series, LG V60 ThinQ, Huawei P40 series, Black Shark 3, Vivo Apex 2020, Oppo Find X2 ইত্যাদি। 
এতো সব ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে নতুন আরেকটি ফ্ল্যাগশিপ ফোনের নাম লেখাচ্ছে OnePlus!

 তো, ২০২০ সালে এসে নতুন এই ফ্ল্যাগশিপ ফোন থেকে আপনি কি আশা করছেন? প্রসেসর হিসেবে Snapdragon 865? এমলেড ডিসপ্লে? আর এমলেড ডিসপ্লে মানে "In Display Fingerprint"? ডিসপ্লে রিফ্রেশ রেট বেশি? স্টোরেজ হিসেবে UFC 3.0? পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা? আর হ্যা, সুপার ফাস্ট চার্জিং? যদি আপনার expectation তাই হয় তবে OnePlus 8 Pro আপনাকে নিরাশ করবে না । 

Photo Credit: TrueTech
 Oneplus 8 Pro তে আপনারা যা পাচ্ছেনঃ
1. Snapdragon 865
2. Fluid Amoled screen (517 ppi), In Display Fingerprint
3. 128GB 8GB RAM, 256GB 12GB RAM
4. UFS 3.0  
4. Rear Quad Camera: 64 MP, f/1.6, (wide), 1/1.72", 0.8µm, PDAF, Laser AF, OIS
                                     12 MP, f/2.4, (telephoto), PDAF, OIS, 3x optical zoom
                                     20 MP, f/2.2, 13mm (ultrawide), AF
                                     0.3 MP, TOF 3D, (depth) 

5. Front camera: 32 MP, f/2.0, (wide), 1/2.8", 0.8µm
6. Battery: 4500mAh with 50W Fast Battery Charging Support 
7. Release date: Mid-2020

No comments

Powered by Blogger.