Header Ads

Messenger Getting Upgrade to Be Faster, Simpler

"Messenger" অ্যাপের নতুন একটি সংস্করণ IOS প্লাটফর্মে আসতে যাচ্ছে যেটি আগের থেকে হবে অনেক ফাস্ট এবং সিম্পল

Photo Credit: Cnet
নতুন করে ঢেলে সাজানো হচ্ছে "Messenger" অ্যাপকে যেটি আগের থেকে হবে অনেক দ্রুত । সামাজিক যোগাযোগ মাধ্যম "Facebook" জানায় এবারের সংস্করণটি হবে আগের সংস্করণের চার ভাগের এক ভাগ! যেখানে আগের সংস্করণে মূল কোডের লাইন ছিল প্রায় ১.৭+ মিলিওন, সেখানে এবারের সংস্করণে মূল কোডের লাইন হবে মাত্র ৩৬০০০০! যেটা আগের সংস্করণ থেকে ৮৪ শতাংশ কম! কোডের লাইন কম হবার কারনে আপ্লিকেশনটি হবে আগের থেকে অনেক হালকা এবং কাজ করবে অনেক দ্রুত । 





No comments

Powered by Blogger.