খুব তারাতারি অপ্পো তাদের প্রথম স্মার্ট ওয়াচ উন্মোচন করতে যাচ্ছে
Photo Credit: Weibo
অনেকটা অ্যাপেল ওয়াচের ডিজাইনের আদলেই তৈরি হতে যাচ্ছে অপ্পো ওয়াচ, এমন্টাই বলেছেন অপ্পো এর ভাইস প্রেসিডেন্ট "Brian Shen" । আরও থাকতে পারে কার্ভড স্ক্রিন ও 3D গ্লাস । যদিও এখনও কোন কিছু সঠিক বলা যাচ্ছে না কেননা কিছু তথ্য কাল্পনিক হতে পারে । যদিও ছবি দেখে বোঝা যাচ্ছে ওয়াচটিতে থাকতে পারে কমপক্ষে ২ টি বাটন । ওয়াচটিতে এন্ড্রোয়েড সিস্টেম থাকতে পারে এবং এটিতে "Google WearOS" চালানো যাবে ।
Photo Credit: Weibo
৬ই মার্চ একই দিনে "Oppo Find X2" ও "Oppo Watch" রিলিজ হবার সম্ভাবনা আছে ।
"অ্যাপেল"...... কথাটির নাম শুনলেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে চমৎকার ডিজাইন, ভালো পারফরমেন্স, ভালো বিল্ড কোয়ালিটি, ঝকঝকে ক্যামেরা । মোদ্দাকথায় বলতে গেলে একটি.......
No comments