Header Ads

How to remove background noise from audio?

কিভাবে অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন ?

অনেকেই আছেন যারা প্রায়শয় অডিও রেকর্ড করেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করেন । কিন্তু ভাল মানের বা ব্র্যান্ডেড মাইক্রোফোনের অভাবের কারনে অনেকেই আছেন যারা মোবাইলের মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করেন । ফলে অডিও ততটা পরিষ্কার হয় না, নয়েজ থাকে প্রচুর ।
                                                               

তাই আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যেটি দিয়ে আপনি অডিও এর নয়েজ কমাতে পারবেন । সফটওয়্যারটির নাম হল Audacity
ফ্রী ডাউনলোড লিংকঃ https://www.audacityteam.org/download

চলুন জেনে নেই কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে । প্রথমত আপনি একটি অডিও রেকর্ড করবেন । তারপর সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করবেন । এরপর সফটওয়্যারটি ওপেন করবেন । 


এবার রেকর্ড করা ফাইলটি ( MP4, WAV ) File>Open এ গিয়ে ওপেন করুন । ওপেন করার পর নয়েজটি দেখার জন্য প্রয়োজন পরলে zoom করুন । এবার ছবিটি লক্ষ করুন । ছবির লাল মার্ক করা অংশটি হল নয়েজ এবং নীল মার্ক করা অংশটি হল আপনার কথা । 
                                                             

  
এবার লাল মার্ক করা অংশটা selection tool ( উপরের মেনু বারে পাবেন ) দিয়ে মার্ক করে দিন ।


এবার উপরের মেনু বার থেকে effect এ যান তারপর noise reduction সিলেক্ট করুন । এরপর Get noise profile এ ক্লিক করুন ।


এবার ctrl+A দিয়ে পুরো সিলেক্ট করুন এবং আগের মতো effect এ যান তারপর noise reduction সিলেক্ট করুন । এবার আপনার প্রয়োজন মতো ফিল্টারইং করে ok প্রেস করুন । এখন দেখুন নয়েজ অনেকটা কমে গিয়েছে । 



এভাবেই অডিও এর নয়েজ রিমুভ করতে পারবেন ।















No comments

Powered by Blogger.