Vivo Apex 2020 With in Display Camera?
ভিভো এপেক্স ২০২০ ফোনে থাকছে "ইন ডিসপ্লে ক্যামেরা!"
অবশেষে ভিভো এপেক্স ২০২০ মডেলটির ডিজাইন ও ফিচার উন্মুক্ত করা হল । চমৎকার সব আধুনিক টেকনোলজি ও ফিচার দিয়ে সমৃদ্ধ থাকবে ফোনটি । ফোনটিতে থাকবে না কোন ফিজিক্যাল বাটন, থাকবেনা কোন ''নচ'' এমনকি হোল পাঞ্চ বা পপ-আপ ক্যামেরা! ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৬.৪৫ ইঞ্চির ১২০ ডিগ্রির কার্ভড স্ক্রিন এবং স্ক্রিনের নিচেই থাকবে ক্যামেরা!
আরোও যা থাকছেঃ
১। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
২। ৫x থেকে ৭.৫x পর্যন্ত জুম
৩। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন
৪। ৬০W ফাস্ট চার্জ সাপোর্ট
৫। ২০ মিনিটে ২০০০ mAh চার্জ
No comments